MOTOR VEHICLES ORDINANCE, 1983

Section-85

Speed Governor —Compulsorily installed in all the Public transports

প্রতীয়মান হয় যে Motor Vehicles Ordinance, এর ৮৫ ধারার আওতায় মোটর যানবাহনের সর্বোচ্চ নির্ধারিত গতিসীমা Ordinance এর অষ্টম তফসিলে পরিস্কার ভাবে বর্ণনা করা হইয়াছে। উক্ত তফসিলে বর্ণিত নির্ধারিত সর্বোচ্চ গতিসীমা অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল প্রকার মোটর যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করিতে তাহাদের জন্য একটি আইনগত বাধ্যবাধকতা রহিয়াছে। -সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাসম্ভব দ্রুত গতিতে সর্বোচ্চ আগামী ১(এক) বৎসরের মধ্যে সমগ্র বাংলাদেশে ব্যবহিত সকল প্রকার মোটরযানে Motor Vehicles Ordinance, 1983 এর ৮৫ ধারা এবং
ইহার আওতায় প্রণীত অষ্টম তফসিল অনুসারে গতি নিয়ন্ত্রণের জন্য বাস্তব সম্মত পদক্ষেপ দ্রুত গ্রহণ করিবার নির্দেশ প্রদান করা হইল। উক্ত আইন যথোপযুক্ত ও কার্যকরভাবে প্রয়োগার্থে প্রতিটি মোটর যানে গতি-নিয়ন্ত্রক বা Speed Governor সংযুক্তিকরণের মাধ্যমে উপরোক্ত আইনের মূল বাণী অনুসারে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা তড়িৎ গ্রহণের জন্য প্রতিবাদীগণকে নির্দেশ প্রদান করা হইল।

Govt. of Bangladesh Vs Ministry of Home Affair & Ors 16 BLT (HCD) 164.